পাইকগাছায় দূর্গা পূজার অনুষ্ঠানে মটরসাইকেল খোলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত

0
334

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছার সোলাদানার চৌরাস্তা মোড়ে সার্বজনীন দূর্গোৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান মটরসাইকেলের তালা খোলাকে কেন্দ্র করে মারপিটের অভিযোগে রবিবার বিকেলে একই স্থানে সমাবেশের ঘোষণায় দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি পালিত করেছে।
জানা গেছে, শারদীয় দূর্গোৎসবের মহানবমীতে পাইকগাছার সোলাদানার আবু হোসেন কলেজ মাঠে দূর্গা পূজার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় পারিশারীমারী গ্রামের অমীয় ঢালীর পুত্র মিঠুন ঢালী জনৈক মলয় মন্ডলের মটরসাইকেলের তালা খুলতে চেষ্টা করে। এ সময় মলয়সহ স্থানীয় লোকজন তর্ক-বিতর্কে জড়িয়ে মারপিটসহ মিঠুনকে ঘিরে রাখলে বিষয়টি অনুষ্ঠানের অতিথি ইউপি চেয়ারম্যান এনামুল পর্যন্ত গড়ায়। চেয়ারম্যান বিষয়টি দু’পক্ষের আলোচনা সাপেক্ষে নিস্পত্তি করে দেন বলে জানান। পরবর্তীতে মিঠুন তার ভাই গণেশ ও কার্তিক সহ একদল যুবক পরবর্তীতে মলয় ও তার ভগ্নিপতি বিধানকে মারপিট করেন বলে অভিযোগ উঠে। এ বিষয়টি আবারো ইউপি চেয়ারম্যান পূজা মন্দির কমিটি পর্যন্ত গড়ালে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গণেশকে মারপিটের অভিযোগ উঠে। এ ঘটনার জের ধরে আওয়ামীলীগ ও সংশ্লিষ্ট পূজা মন্দির কমিটি ঘোষণা দিয়ে পৃথকভাবে রবিবার বিকালে সোলাদানার চৌরাস্তা মোড়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালনের জন্য প্রচার করে। উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধতে পারে আশংকায় এর আগে ঘটনাস্থলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, এএসপি (শিক্ষানবীশ) সন্দ্বীপ সরকারের নেতৃত্বে পুলিশ অবস্থান নেয়। এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে আওয়ামীলীগনেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, কুমুদ রঞ্জন ঢালী, সায়েদ আলী মোড়ল কালাই, শাহাবুদ্দীন শাহিন সানা, নজরুল মোল্লার নেতৃত্বে শতাধিক লোকের উপস্থিতিতে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করে। অপরদিকে, আবু হোসেন কলেজ মাঠে পূজা মন্দির কমিটির সভাপতি দীলিপ কুমার ঢালী, সম্পাদক পশুপতি, পিটার সানা, ইউপি সদস্য ঠাকুর দাস, কল্যাণী রাণী, মনিশংকর সরদার, প্রণব মন্ডল, উজ্জ্বল ঢালীর নেতৃত্বে পৃথক কর্মসূচি পালন করে সমাপ্ত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here