রাজগঞ্জ বাজারে এখনো কাঁচা মরিচের মূল্য ১২০ টাকা কেজি

0
404

উত্তম চক্তবর্ত্তী: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জসহ আশে পাশে কাঁচা বাজার ঘুরে দেখা গেছে , রাজগঞ্জ বাজারে কাঁচা মরিচের মূল্য এখনো ১২০ টাকা কেজি ৷ দীর্ঘদিনের রেকর্ড ভঙ্গ করে উপজেলার রাজগঞ্জসহ আশে পাশে বাজারে কাঁচা মরিচের মূল্য বেড়েছে অনেক। অবিশ্বাস্য হলেও সত্য যে এরপর ও প্রয়োজনের খাতিরে ক্রেতারা এই মূল্যেই কিনছে। তবে কাঁচা মরিচের মূল্যটাই তাক লাগিয়েছে। সাধারণত রমজান মাসে বেগুন ও কাঁচা মরিচের মূল্য কিছুটা বৃদ্ধি করা হয়। কারন হিসেবে রনজান মাসে এই দুইটার ব্যবহার অন্য সময়ের তুলনায় বেশী হয়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here