পাইকগাছায় নৌকা বাইচ প্রতিযোগিতায় সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা

0
290

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: ‍বাংলার আবহমানকালের নৌকা বাইচ প্রতিযোগিতায় সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা নৌকায় অবস্থান করলেন। শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার উপজেলার গজালিয়া সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে স্থানীয় মিনহাজ নদীতে প্রতিযোগিতার পূর্বে তিনি নেতাকর্মীদের নিয়ে কিছুক্ষণ নদীতে অবস্থান করেন। নৌকা বাইচ প্রতিযোগিতার পূর্বে স্থানীয় চৌমুহনী বাজারে ডাঃ টিকেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে এবং বিধান চন্দ্র মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, চাঁদখালী ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু, আ’লীগনেতা জি,এম, ইকরামুল ইসলাম, ইউপি সদস্য আক্কাজ ঢালী, মশিউর রহমান রাজু, এস,এম, রেজাউল হক, বিভূতি ভূষণ সানা, গাজী শফিকুল ইসলাম, ফিরোজ ঢালী, জিনারুল হক সানা। আরো উপস্থিত ছিলেন, শাহরাবুল ইসলাম প্রিন্স, শেখ সোহাগ, পার্থ মন্ডল, পবিত্র মন্ডল, জি,এম, বাসারুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, মন্টু ফকির, প্রভাষক দেলোয়ার হোসেন, খায়রুল ইসলাম, মিন্টু মন্ডল, হরিশংকর সরকার, পরিমল সরকার, মানিক মাস্টার, কুমারেশ মন্ডল, সাধন মন্ডল, জয়ন্ত মন্ডল, আশিষ মন্ডল, দেবাশীষ মন্ডল, মিহির মন্ডল, রাজন সরকার, সত্যরঞ্জন সরকার, মহানন্দ সরকার, কিশোরী মন্ডল, সুভাষ মন্ডল, সুশীল মন্ডল, দিপংকর মন্ডল, আব্দুস সালাম, ইমদাদ হোসেন, মোস্তফা গাজী, সিরাজুল ইসলাম, জামিরুল ইসলাম, শফি মিস্ত্রী, খালেক সরদার, আহম্মদ সরদার, আজিজুল সরদার, গোলদার মোল্লা, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, রেজাউল সানা, রুস্তম সানা, ওহাব সানা, রউফ সানা, ইউসুফ গাজী, তৌকির আহমেদ, হযরত আলী প্রমুখ। প্রতিযোগিতায় ৩টি নৌকা অংশগ্রহণ করে। এরমধ্যে কয়রার মহেশ^রীপুরের ময়ুরপঙ্খী নৌকা বাইচ দল প্রথম এবং সোলাদানার টেংরামারীর রিয়া নৌকা বাইচ দল দ্বিতীয়স্থান অধিকার করে। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here