পাইকগাছায় পাওনা টাকা চাওয়ায় মারপিটের শিকার হয়ে উল্টো মামলার আসামী

0
326

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় ইট ভাটার পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হয়ে দেনাদার উল্টো কথিত মারপিট ও চুরির অপবাদ এনে বোনের শ্বশুর সহ নিকট আত্মীয়দের নামে থানায় মামলা করেছে। অপরদিকে, সাজানো মামলার ব্যাপারে এলাকায় বাদীর বিরুদ্ধে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে পাওনা টাকা চাইতে গিয়ে ভগ্নিপতি ও বোন দুর্বৃত্তদের হামলা, মারপিটের শিকার হলে শ্যালকের বিরুদ্ধে ভগ্নিপতি থানায় পাল্টা এজাহার দাখিল করেছে।
জানা গেছে, গত বছর ইট-ভাতা মৌসুমে মিল চালানোর কথা বলেন উপজেলার বিরাশি গ্রামের মোঃ রফিকুল গাজীর ছেলে জাহিদুল গাজীর নিকট থেকে তার আপন শ্যালক শ্যামনগর গ্রামের নুর ইসলাম মোড়লের ছেলে শহিদ মোড়ল ১ লাখ ৭০ হাজার টাকা ধার নেয়। জাহিদুল গাজী জানান, শ্যালক শহিদ মোড়ল টাকা নিয়ে ভাটার মিলে কোন লোক না পাঠিয়ে এলাকা থেকে গা ঢাকা দেয় এবং ৬ মাস পর এলাকায় আসলে সে স্থানীয়দের তোপের মুখে পড়ে। সিলেমানপুর গ্রামের বাক্কার বিশ্বাস জানান, এ নিয়ে বিরাশি মোড়ে শালিশী সভার সিদ্ধান্ত মতে এ পর্যন্ত শহিদ দু’কিস্তিতে ৭০ হাজার টাকা ফেরত দিয়েছেন। সর্বশেষ মঙ্গলবারে বিরাশি মোড়ে উভয়ের মধ্যে টাকা লেনদেনকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও উত্তেজনার এক পর্যায়ে শহিদ সহ দুর্বৃত্ত দ্বারা তার ভগ্নিপতি জাহিদুল মারপিটের শিকার হয়। এ সময় স্ত্রী রীমা এগিয়ে আসলে সেও দুর্বৃত্তদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। জাহিদুল তার শ্যালক শহিদ মোড়ল, কালাম মোল্লা, মনি মোড়ল, মজিদ শেখ সহ কয়েকজনের বিরুদ্ধে বুধবার থানায় এজাহার দাখিল করেছে। এর আগে শহিদ মোড়ল তার বোনের শ্বশুর রফিকুল গাজী, ফুফু শ্বশুর ফারুক গাজী সহ কয়েকজনের বিরুদ্ধে কথিত অভিযোগে থানায় মামলা করেছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here