পাইকগাছায় বঙ্গবন্ধু গোলকাপ টুর্নামেন্টে কপিলমুনি চ্যাম্পিয়ন

0
386

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় কপিলমুনি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদখালী ইউনিয়ন ও কপিলমুনি ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে ১-১ সমতা হলে পরবর্তীতে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে কপিলমুনি বিজয়ী হয়েছে। খেলায় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আব্দুল আউয়াল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহ অতিথিবৃন্দ বিজয়ী দল ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। খেলায় সর্বোচ্চ গোলদাতা চাঁদখালীর ওমর ফারুক ও ম্যান অব দ্যা হয়েছে কপিলমুনির মেহেদী হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, কপিলমুনি চেয়ারম্যান কওছার অলী জোয়াদ্দার, সরকারী কর্মকর্তা মোজাফ্ফার হোসেন, এস,এম, শহিদুল্লাহ, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, কাউন্সিলর মাহবুবুর রহমান রঞ্জু, মোর্তজা জামান আলমগীর রুলু, ইলিয়াস হোসেন, উত্তম কুমার দাশ, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, সাজ্জাত আলী সরদার, শিক্ষক অজিত কুমার মন্ডল, চাঁদখালীর প্যানেল চেয়ারম্যান আককাছ ঢালী, লুৎফর রহমান, সচিব আব্বাস উদ্দীন। মাঠে পরিচালকের দ্বায়িত্ব পালন করেন রমজান আলী, এ্যাডঃ মুনজুরুল হাসান, তুষার কান্তি মন্ডল, মিনারুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন, শিহাবউদ্দীন ফিরোজ বুলু ও নুরুজ্জামান টিটু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here