পাইকগাছায় ভুমি দস্যু জালিয়াতি ও আদালত অমান্যকারীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা এরফান আলী সংবাদ সম্মেলন

0
373

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ভুমি দস্যু জালিয়াতি ও আদালত অমান্যকারী জামাত চক্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা এরফান আলী সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলনে লস্করের মৃত জহির উদ্দীনের ছেলে মুক্তিযোদ্ধা গ্রাম পুলিশ এরফান আলী বলেন, তার প্রতিপক্ষ স্থানীয় মৃত অহেদ আলী ও তার ভাই সফিদুর রহমানের ছেলেরা আদালত অমান্য করে বারবার পেশী শক্তি বলে তারবসত বাড়ির জমি দখলের চেষ্ঠা করছে এবং একের পর এক মিথ্যা মালায় জড়িয়ে তার পরিবারকে হয়রানি করছে। পাইকগাছার দেঃ আদালতে ৭৭৪/৮ নং মামলা উল্লেখ করে আরো বলেন লস্কর মৌজার সিএস ১০৬ ও এসএ ১৫৮ খতিয়ানে ৩.০৮ একর বিলান বাদে ডাঙ্গা ও বসত বাড়ি ১১৩৬, ১১৩৪ দাগে মোট ০.৯৬ একর জমি উদ্ধারের জন্য মামলা করলে আদালত স্থিতিবস্থার নির্দেশ দেয়। কিন্তু প্রতিপক্ষ শফিকুল ও আলমগীর গংরা এ নির্দেশনা উপেক্ষা করে নালিশি জমিতে সীমানা প্রাচীর ও পাকা স্থাপনা তৈরী করে নতুন করে সম্পত্তি দখলের পায়তারা করছে। এ ঘটনা আদালতকে অবহিত করলে বিজ্ঞ আদালত উকিল কমিশন নিযুক্ত করে। ১২ জুলাই উকিল কমিশন সুকান্ত রায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নালিশি জমিতে প্রাচীর ও স্থাপনা তৈরীর সত্যতার প্রমান পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। মুক্তিযোদ্ধা এরফান আলী আরো অভিযোগ করেছেন, প্রতিপক্ষরা একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে আমার পরিবারকে হয়রানি করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here