পাইকগাছায় সরকারি পুকুরের মাছ যথেচ্ছা ধরে বিক্রি ও আত্মীয়-স্বজনের বাড়ীতে পাঠানোর অভিযোগ

0
253

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় লস্কর সরকারি দীঘির মাছ যথেচ্ছা ধরে বিক্রি ও আত্মীয়-স্বজনের বাড়ীতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাই রয়েল প্রতিদিনের ন্যায় মাছ ধরতে থাকে। এ সময় পাইকগাছা থানার এস,আই নিতাই চন্দ্র কুন্ডু শখের বসে হুইল দিয়ে মাছ ধরতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া মাছ ধরতে বলেন। তবে এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তার ভাই রয়েল নৌকা ও জাল নিয়ে মাছ ধরায় ব্যস্ত ছিল। এস,আই নিমাই চন্দ্র কুন্ডু জিজ্ঞাসা করেন, যিনি মাছ ধরছেন উনি কে এবং কার কাছ থেকে অনুমতি নিয়েছেন। এসময় তারা কোন সদুত্তোর দিতে পারেননি। এ ঘটনা স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা জানায়, পুকুর থেকে প্রায়ই মাছ ধরা হয়। যা বিভিন্ন সময় কাটা মার্কেটে বিক্রি করে বলে জানা যায় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাড়ীতে ও স্থানীয়দের খাওয়ার জন্য নিয়ে আসে। এ ব্যাপারে তহশীলদার এনামুল হক জানান, পুকুরে মাছ ধরে কখনও বিক্রি করা হয় না। অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ মাছ খেয়ে থাকে। কিছু বিক্রি করে পোনা মাছ ছাড়া হয়।