পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন ১০০% অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে-ইউএনও জুলিয়া সুকায়না

0
437


পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন ১০০% অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উল্লেখ করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও জুলিয়া সুকায়না বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুন্দর পরিবেশ বজায় থাকলে আশা করছি কমপক্ষে ৬০ থেকে ৭০% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তিনি বলেন, নির্বাচনে বিজিবি, পুলিশ ও আনসার সহ পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী মজুদ থাকবে। প্রত্যেকটি ইউনিয়নে ১জন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। নির্বাচনে কোন প্রকার অনিয়ম করার সুযোগ থাকবে না। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসারদের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজন। তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন অপশক্তির কাছে মাথানত করবেন না। নির্বাচনে কেউ লোভে পড়ে ভুল পথে পা বাড়াবেন না। কোন বিআইনী সিদ্ধান্ত নিবেন না। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের সাথে বুলেটও থাকবে। কেউ রাতে কিংবা দিনে ভোট কারচুপির চেষ্টা করলে প্রয়োজনে গুলি করবেন, তবুও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না। একটি ব্যালটও যেন অপব্যবহার না হয়। সে দিকে সবাই সজাগ থাকবেন। সকলের সহযোগিতা থাকলে আশা করছি লতা ইউপি উপনির্বাচনের চেয়েও উপজেলা পরিষদ নির্বাচন অনেক বেশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। তিনি বলেন, নির্বাচনে দায়িত্ব পালন কালে কোন কর্মকর্তা কিংবা আইন শৃংখলা বাহিনীর সদস্য অনিয়ম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে এ সব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল আউয়াল ও ওসি এমদাদুল হক শেখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here