পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে, দলীয় মনোনয়ন চান ভাষা সৈনিক শহীদ এমএ গফুরের ছেলে মন্টু

0
374

বাবুল আক্তার, পাইকগাছা : পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমএনএ শহীদ এমএ গফুরের ছেলে আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন জমা দেওয়ার পাশাপাশি এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে এ পর্যন্ত আওয়ামী লীগের সম্ভাব্য ৫জন প্রার্থী দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। যারমধ্যে আনোয়ার ইকবাল মন্টু এবারই প্রথম বঙ্গবন্ধুর একান্ত সহচর শহীদ এমএ গফুরের ছেলে হিসাবে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। আনোয়ার ইকবাল মন্টুর পিতা এমএ গফুর ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে ঘিরে গঠিত খুলনা জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরে সংগঠনের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধকালীন সময়ে সাতক্ষীরা ও খুলনায় ব্যাংক অপারেশন পরিচালিত হয় এবং ব্যাংকের সকল অর্থ মুজিব নগর সরকারের তহবিলে জমা দেওয়া হয়। যে অর্থ মুক্তিযুদ্ধ পরিচালনার বিভিন্ন কাজে ব্যয় করা হয়। ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে এমএ গফুর এমএনএ নির্বাচিত হন। স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারি এমএ গফুরের আমন্ত্রণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাইকগাছায় এসে আলমতলা বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করার মাধ্যমে উন্নয়নের শুভ সূচনা করেন। ১৯৭২ সালের ৬ জুন আততায়ীর গুলিতে এমএ গফুর নিহত হন। তার যোগ্য উত্তরসূরী হিসাবে দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন জ্যেষ্ঠ পুত্র আনোয়ার ইকবাল মন্টু। তিনি ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকার পাশাপাশি ১৯৯৭ সালে পৌরসভা সৃষ্টি হওয়ার পর সরকার মনোনীত কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু ও পিতা এমএ গফুরের আদর্শকে ধারণ করে রাজনীতি করেন তিনি। ফলে নিজের পরিবার পরিজনকে উপেক্ষা করে এলাকার সার্বিক উন্নয়ন ও এলাকার মানুষের জন্য কাজ করেছেন। এর আগের কোন নির্বাচনে তাকে প্রার্থী হিসাবে দেখা যায়নি। তবে ব্যবসায়ীক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি দলীয় মনোনয়ন প্রত্যাশা করে গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু। এ ব্যাপারে এ্যাডঃ হুমায়ুন কাদির জানান, এলাকার ক্লিনইমেজের মানুষদের মধ্যে আনোয়ার ইকবাল মন্টু অন্যতম। ব্যক্তিগত জীবনে তার কোন চাওয়া পাওয়া নেই। তিনি সিনিয়র একজন রাজনৈতিক ব্যক্তি হওয়ার পরও তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। সরকার দুর্নীতির বিরুদ্ধে যে নীতি ঘোষণা করেছে এটা বাস্তবায়ন করার জন্য উপজেলা পরিষদে মন্টুর মত একজন সৎ ও ভাল মানুষ প্রয়োজন বলে মন্তব্য করেন সরল গ্রামের সুভাষ মন্ডল। আনোয়ার ইকবাল মন্টু জানান, আমি সারা জীবন বঙ্গবন্ধু ও পিতার আদর্শ ধারণ করে রাজনীতি করছি। আমার পিতা যেমন নিজেকে দেশের জন্য উৎস্বর্গ করেছেন, আমিও দল ও দেশের জন্য নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত করেছি। আমি দলের কাছে এরআগে তেমন কিছু চাইনি। আশা করি দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমাকে দলীয় মনোনয়ন দিবেন এবং মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে একটি দুর্নীতি মুক্ত, কার্যকর ডিজিটাল উপজেলা পরিষদ করতে সক্ষম হবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here