পাকিস্তানে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণে নিহত ৭০

0
333

ম্যাগপাই নিউজ ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রদেশটির মাসটাং জেলায় শুক্রবার সন্ধ্যায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) নির্বাচনী প্রচারণায় এই বিস্ফোরণ ঘটানো হয়। এতে পিবি-৩৫ আসনের প্রার্থী ও বিএপির নেতা নওয়াবজাদা সিরাজ বাইসানিসহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২০ জনেরও বেশি।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
প্রদেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়েজ কাকার দেশটির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের কোয়েটা সিভিল হাসপাতাল, বলান মেডিকেল কমপ্লেক্স ও কেয়েটা মিলিটারি হাসপাতালে নেয়া হয়েছে।

প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আঘা উমর বুঙ্গালজাই বলেন, নওয়াবজাদা সিরাজ বাইসানির সভাকে লক্ষ্য করে এই বিস্ফোরণটি ঘটানো হয়। আহত অবস্থায় কোয়েটায় নেয়ার পর সিরাজ বাইসানি মারা যান।

বুঙ্গালজাইসহ প্রদেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টর আসলাম তারিন জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here