পাটকেলঘাটায় ধানের শীষে কালো কালো পচন ও ব্লাস্ট ভাইরাসের আক্রমনে কৃষকরা দিশেহারা

0
732

মো. রিপন হোসাইন : পাটকেলঘাটাসহ তালা উপজেলায় ধানের ক্ষেতে ধানের শীষ শুকিয়ে সাধা হয়ে যাচ্ছে। উপজেলার সর্বত্রই কৃষকের জমিতে এ দৃশ্য দেখা যাচ্ছে। এবছর লক্ষ্যমাত্রার চাইতে বেশী পরিমান জমিতে ইরি বোরো চাষাবাদ হয়েছে। এ বছর বৃষ্টিপাত কম থাকার কারণে উপজেলার সকল এলাকায় ব্যাপকহারে ইরিবোরো চাষাবাদ হয়েছে। তাছাড়া ধানের মুল্য বেশি থাকাতে কৃষক ধান চাষে বেশ ঝুকে পড়েছে। অনেক নিচু এলাকায় পানি সেচের মাধ্যমে ও কৃষক চাষাবাদ করেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন বিলে ইরিবোরো চাষে সবুজ ফসলের সমারোহ। ধানে শীষ আসার সাথে সাথে অনেক জমিতে ধান ক্ষেত সাদা হতে দেখা যাচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় ১৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে ইরি বোরো চাষাবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪হাজার হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষ করা হয়েছে। এ বছর উপজেলায় জলাবদ্ধতা না থাকায় উপজেলার ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, কুমিরা, খলিষখালী, তেঁতুলিয়া খলিলনগর,মাগুরা ,ইসলামকাটি, তালা সহ উপজেলায় সর্বত্রই লক্ষ্য মাত্রার চাইতে বেশী জমিতে ইরি বোরো চাষাবাদ হয়েছে। তালা উপজেলার পাটকেলঘাটার শাকদহ গ্রামের শেখ সিরাজ উদ্দীন জানান আবহাওয়া ও প্রকৃতির কারনে এবছর আমার ব্লকে গতবারের চাইতে বর্তমানে ধান ভাল হয়েছে। কিন্ত হঠাৎ ধানে শীষ বের হওয়ার সাথে সাথে ব্লকের প্রায় বিশ বিঘা জমির ধান শীষ সাদা হয়ে যাচ্ছে। মৃর্জাপুর গ্রামের গনেশ জানায় তার ৩বিঘা জমির ধান ব্লাস্টর কারনে শেষ হয়েগেছে। এমনি অভিযোগ করেন আনিসুর রহমান,দিলিপ দাস, মহাদেব দাস,সুজিত দাস। এছাড়া ইসলামকাটি, মৃজাপুর, গনডাঙ্গা, খলিষখালী, কাশিপুর, বালিয়াদহ,মাগুরা, খেশরা ইউনিয়নে অনেকের জমিতে ধানের শীষ সাদা হতে দেখা গেছে। তালা উপজেলা কৃষি কর্মকর্তা সামছুল আলম জানান এবছর আবহাওয়া ভাল থাকার কারনে লক্ষ্যমাত্রার চাইতে বেশি জমিতে ইরিবোরো চাষাবাদ হয়েছে। আমরা মাইকিং করে ,মসজিদে বার্তা প্রেরন করে,উঠান বৈঠক করে কৃষকদের পরামর্শ দিয়েছি। কিন্তু কিছু এলাকায় ব্লাস্ট ভাইরাসের আক্রমনে জমির ধানের শীষ সাদা হয়েগেছে। আমরা কৃষকদের আগাম বার্তা দেওয়ার পরও যে সকল কৃষক জমিতে সাবধানতা অবলম্বন করেনি তাদের জমির ধান কিছু সাদা হয়েছে। গতবছর তালায় অনেক এলাকায় ব্লাস্টরোগের আক্রমনে ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল এ বছর কৃষকদের আগাম পরামর্শ দেওয়া হচ্ছে যাতে ব্লাস্ট আক্রমন থেকে রক্ষা পাওয়া যায়। এবারে তালা উপজেলায়তে ১৯ হাজার ২৫ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে বলে সূত্রে জানায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here