কেশবপুরের বায়সা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সফলতা

0
597

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরের বায়সা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে।
জানাগেছে, উপজেলার বায়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ০৭-০৪-২০১৫ তারিখে প্রধান শিক্ষক হিসাবে উৎপল রায় চৌধুরী যোগদান করেন। যোগদানের পূর্বে বিদ্যালয়টির অবস্থা খুবই নাজুক ছিল। যোগদান করেই তিনি লেখাপড়ার গুণাগতমান, ঝরে পড়া রোধ, নিয়ামনুবর্তিতা-সহ বিদ্যালয়ের শোভা বর্ধনের দিকে আতœনিয়োগ করেন। প্রতিবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সফলাতা অর্জন-সহ বৃত্তি লাভ করে। ২০১৭ সালে বায়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি মডেল প্রাথমিক বিদ্যালয় হিসাবে সরকারীভাবে স্বীকৃতি অর্জন করে। ঐ বছর গণিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থী ইমন উপজেলায় ১ম স্থান অধিকার করে। তাছাড়া উপজেলা পর্যায়ে সকল প্রতিযোগিতায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা বিজয় অর্জন করে। ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ২জন বৃত্তি লাভ করেছে। যশোর জেলা প্রশাসকের নিয়েন্ত্রণে সুধি সাগর প্রকল্পের আাওতায় জেলার ১১ টি বিদালয়ের মধ্যে বায়সা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টিও রয়েছে। বিদ্যালয়টিতে মা সমাবেশ, নিয়োমিত শরীর চর্চা ও পাঠদান হয়। বিদ্যালয়টির প্রতিটি কক্ষ সু-সজ্জিত, রয়েছে সততা স্টোর, এক পাশে রয়েছে ফুলের বাগান। অন্যপাশে রয়েছে সবজির বাগান। এদিকে একটি কুচক্রী মহল বিদ্যলয়টির ভাবমুর্তী ক্ষুন্ন করার জন্য বিভিন্ন চক্রান্তে লিপ্ত রয়েছে বলে একাধিক অভিভাবক জানিয়েছে।
এব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাফিজুর রহমান জানান, পরিচালনা কমিটির সঠিক দিক নির্দেশনা, প্রধান শিক্ষকের দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটি সফলতার সাথে এগিয়ে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here