পাটকেলঘাটায় মাল্টা লেবু চাষে অভাবনীয় সাফল্য কৃষক মধু’র

0
696

মো. রিপন হোসাইন,পাটকেলঘাটা : পাটকেলঘাটায় প্রথম মাল্টা লেবুর চাষ করে অভাবনীয় সাফল্যের আশা করছেন কুমিরা গ্রামের কেসমত আলীর পুত্র আমিনুর বিশ্বাস মধু। তিনি বিভিন্ন এলাকায় অন্যের জমি লীজ নিয়ে কঠোর পরিশ্রম করে বিভিন্ন জাতের কুল, পেয়ারা, কলা ইত্যাদি চাষ করে বেশ স্বাবলম্বী হয়েছেন। গত ২০১৪ সালে পাটকেলঘাটার তৈলকুপি ব্লকের রাজেন্দ্রপুর গ্রামের উত্তম ঘোষের কাছ থেকে বিঘা প্রতি ১০ হাজার ৫ শত টাকা হারে ৬ বিঘা জমি লীজ নেন। গত কয়েক বছরে তিনি পেয়ারা চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন বলে জানা যায়। কিন্তু বর্তমানে পেয়ারা গাছে মড়ক লাগায় বেশ দুঃশ্চিন্তায় ছিলেন তিনি। হঠাৎ একদিন টিভি চ্যানেলে দেখতে পান যে কলারোয়া থানার ছলিমপুর গ্রামের শামছুর হুজুর ৩ বিঘা জমিতে মাল্টা লেবু চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। এতে তিনি উদ্ভুদ্ধ হয়ে সরুলিয়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা দিলীপ কুমার ঘোষ ও তৈলকুপি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার পালের শরণাপন্ন হন। কৃষি কর্মকর্তাদ্বয়ের সার্বক্ষণিক পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী চাষী আমিনুর বিশ্বাস মধু পিরোজপুর জেলার সৌরভপুর এলাকা থেকে প্রতি পিচ ৮২ টাকা দরে ৭১০ পিস মাল্টা লেবুর চারা ক্রয় করে আনেন। মাস দুয়েক আগে সেই পেয়ারা বাগান কেটে উক্ত ৬ বিঘা জমিতে তিনি নতুন করে প্রথম বারের মত মাল্টা চাষ শুরু করেন। পাশা পাশি তিনি চারা গাছ গুলি এখনো বেশ বড় না হওয়ার সুযোগে তিনি জমিতে লাল শাক, কাঁচা ঝাল, বেগুন ইত্যাদি চাষ করে অতিরিক্ত অর্থ আয় করছেন বলে এই প্রতিবেদককে জানান। দেড় থেকে দুই ফুট উচ্চতার “বারি মাল্টা-১” জাতের ৭১০ পিস মাল্টা চাষ করতে তার সর্বসাকুল্যে খরচ হয় আনুমানিক ৩ লক্ষ টাকা। বর্তমানে ২ মাসের মধ্যে মাল্টা চারা গুলো ৩/৪ ফুট লম্বা হয়েছে। কোন কোন চারায় ইতো মধ্যে মুকুলও এসে গেছে। কৃষক মধু জানান, আগামী ২ বছরের মধ্যে শত ভাগ গাছে ফলন এসে যাবে। এবং প্রতি গাছে ১২০০-১৫০০ টি ফল পাওয়া যাবে যার ওজন হবে আনুমানিক ৫০-৬০ কেজি। বর্তমানে প্রতি কেজি মাল্টা লেবু ১২০-১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। সে অনুযায়ী প্রতি গাছ থেকে ৪-৫ হাজার টাকা আয় পাবেন কৃষক মধু। ৭১২ টি গাছের মধ্যে ১০-১২ টি গাছ মারা গেলেও বাকী গাছ থেকে বছরে ৩০ লক্ষাধিক টাকা আয় হবে বলে তিনি আশা করেন। এ ফসল চাষ করতে কম্পোস্ট সার, কেঁচো সার, লিটুসেল হরমোন, নুট্রাফস এন এবং রিপকর্ড স্প্রে ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, সরকারী সহযোগীতা পেলে এ চাষ আরো বাড়িয়ে দেবেন। উপ-সহাকরী কৃষি কর্মকর্তা দিলিপ কুমার জানান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় সর্বক্ষণ কৃষক মধুর পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here