পাটের মূল্য মণপ্রতি ৩ হাজার টাকা নির্ধারণসহ ৩ দফা দাবিতে যশোর শহরে মিছিল

0
268

নিজস্ব প্রতিবেদক :পাটের মূল্য মণপ্রতি ৩ হাজার টাকা নির্ধারণসহ ৩ দফা দাবিতে যশোর শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে কৃষক সংগ্রাম সমিতি। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা কমিটির পক্ষ থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেটে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দাবি সম্বলিত স্মারকলিপি দেয়। যশোর জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্তি জেলা মেজিস্ট্রেট শফিকুল ইসলামের মাধ্যমে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, মোখলেছুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সহ-সভাপতি আশুতোষ বিশ্বাসসহ নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস ও আইন বিষয়ক সম্পাদক পরিতোষ দেবনাথ প্রমুখ। নেতৃবৃন্দ পাটের মণপ্রতি ন্যূনতম মূল্য ৩ হাজার টাকা নির্ধারণ, বন্ধ পাটকলগুলো খোলা, ওজনে কারচুপি রোধসহ দাবিসমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here