পুলিশে চাকুরী দেওয়ার নামে যশোরে এক এসআইয়ের বিরুদ্ধে ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ

0
361

বিশেষ প্রতিনিধি : যশোরে চৌগাছা থানার এসআই অনিল মুখার্জির বিরুদ্ধে পুলিশে চাকরি দেওয়ার নামে ছয় লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত হানিফ আলীর মেয়ে লিপি খাতুন।
সংবাদ সম্মেলনে লিপি খাতুন লিখিত অভিযোগে বলেন, যশোরের চৌগাছা থানার এসআই অনিল মুখার্জি ঝিনাইদহ কালীগঞ্জের রঘুনাথপুর গ্রামের রমজান আলীর ছেলে ইদু মেম্বর ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে ওমর আলী চলতি বছরের ২ জানুয়ারি আমার মামা শাহাজালালকে পুলিশে চাকরি দেওয়ার নাম করে ৫ লাখ ৯০ হাজার টাকা গ্রহন করে। চাকরি না হওয়ায় টাকা ফেরৎ চাওয়ায় প্রতারক চৌগাছা থানার এসআই অনিল মুখার্জি ও ঝিনাইদহ কালীগঞ্জের ইদু মেম্বর ও একই গ্রামের ওমর আলী ১ মার্চ চুড়ামনকাটি বাজারে আমাকে মারপিট করে। রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর প্রতারকরা হাসপাতালে এসে হুমকি দিয়ে বলে আর কোন টাকা দাবি করবি না। টাকা দাবি করলে তোকে খুন করা হবে। পরদিন ২ মার্চ এসআই অনিল মুখার্জি আমার চিকিৎসা করতে না দিয়ে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ৪ মার্চ যশোর আদালতে প্রতারকদের বিরুদ্ধে মামলা করতে গেলে শহরের জজ কোর্ট মোড়ে আমাকে আবারো মারপিট করে। সেখানে অবস্থানরত মানুষজন আমাকে উদ্ধার করে আবারো হাসপাতালে ভর্তি করে। বর্তমানে লিপি খাতুন পাওনা টাকা নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলনে তার মা ও বোন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here