প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করার অভিযোগ থেকে বাঁচতে ছিনতাইয়ের অভিযোগ করার ঘটনা ফাঁস

0
622

বিশেষ প্রতিনিধি : প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করার অভিযোগ থেকে বাঁচতে পিকুল নামে এক যুবক নানা কৌশল নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছেন, বাঘারপাড়া উপজেলার ছিলুমপুর গ্রামের অর্ধশত নারী পুরুষেরা।
অভিযোগে বলা হয়েছে,যশোরের বাঘারপাড়া উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত নেছার আলী বিশ্বাসের ছেলে পিকুল গত ১০/১২ দিন পূর্বে ছিলুমপুর গ্রামের তবিবর বিশ্বাসের নাতনীর বিয়েতে দাওয়াত খাওয়ানোকে কেন্দ্র করে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের পূর্ব পাশের মৃত মোজাহার আলী বিশ্বাসের ছেলে মহসিন আলীকে তার ছেলে ও আমন্ত্রিত অতিথির সামনে পিস্তল বের করে গুলি করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে মহসিন স্থানীয় রায়পুর ইউপি চেয়ারমান স্বপনসহ গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জের কাছে অভিযোগ দায়ের করেন। বিষয়টি বাঘার থানা অফিসার ইনচার্জ ও খাজুরা পুলিশ ক্যাম্পের আইসি এসআই মাসুদসহ এলাকার শতশত নারী পুরুষ জানেন। এ ব্যাপারে মহসিন জানান,বাঘার পাড়া উপজেলার ছিলুমপুর গ্রামের তবি বিশ্বাসের মেয়ের মেয়ে অর্থাৎ নাতনীর বিয়ের আমন্ত্রন পেয়ে স্ত্রী ও ছেলে নিয়ে ওই বাড়িতে যান। সেখানে দাওয়াত খাওয়া নিয়ে বাঘারপাড়া উপজেলার নলডাঙ্গা গামের মৃত নেছার আলী বিশ্বাসের ছেলে পিকুল আজে বাজে অকথ্য ভাষায় গালিগালাজ করে। দাওয়াত থেকে যাওয়া মহসিন পিকুলের গালিগালাজের প্রতিবাদ করায় পিকুল ক্ষিপ্ত হয়ে ওই এলাকায় তার সহযোগীদের ফোন দিলে পাগলা সেলিমসহ দুই মোটর সাইকেলে ৬ জন ছিলুমপুর তবি বিশ্বাসের নাতনীর বিয়ের অনুষ্ঠানে হাজির হন। হাজির হওয়ার সাথে পিকুল তার দখলে থাকা পিস্তল বের করে মহসিন আলীকে গুলি করতে উদ্যোত হন। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে বিষয়টি তৎক্ষনিক মিটে যায়। প্রকাশ্যে পিস্তল বের করে হত্যার অভিযোগ এনে মহসিন আলী বাঘারপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পিকুল মহসিনের দায়েরকৃত অভিযোগ তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে কয়েকদফা। শেষ মেয় পিকুল মহসিনের বিরুদ্ধে মিথ্যা ছিনতাইয়ের ষড়যন্ত্র সৃষ্টি করেন। যার ফলে সে মহসিনের বিরুদ্ধে যশোর শহরতলী ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের সামনে থেকে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে যশোর কোতয়ালি থানায় অভিযোগে দায়ের করেন। বাঘারপাড়া উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত নেছার আলী বিশ্বাসের ছেলে পিকুল এ অভিযোগে দায়ের করেন। অভিযোগে আসামিরা করেছেন ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের পূর্ব পাশের মৃত মোজাহার আলী বিশ্বাসের ছেলে মহসিন আলীকে। দায়েরকৃত অভিযোগে পিকুল উল্লেখ করেছেন, গত মঙ্গলবার দুপুর আড়াইটায় মটরসাইকেলের পার্টস ক্রয় করে বাড়িতে ফিরছিলেন। এসময় মহাসিনসহ অজ্ঞাতনামা ৪/৫জন তার গতিরোধ করে মটরসাইকেলের সাইড ব্যাগ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়েআসলে তাকে জীবনের ভয় দিয়ে পালিয়ে যায়। অভিযোগে তিনিআরও উল্লেখ করেছেন, মহসিন পুলিশের ডিআইজিসহ উর্ধতন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ফায়দা গ্রহন করে আসছে। এছাড়া তার একটি পিকআপ ক্রয় করার কথা বলে সাড়ে ৪ লাখ টাকা নিয়েছে মহসিন। নির্ধারিত সময়ের মধ্যে ওই পিকআপ ক্রয় করে দিতে না পারায় তিনি টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি ধামকি দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here