প্রতিষ্ঠানের শোভাবর্ধনে বৃক্ষরোপন কর্মসুচী

0
494

নিজস্ব প্রতিবেদক
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে লোহাগড়ায় শোভাবর্ধনের জন্য বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে প্রায় ২২শ বৃক্ষ রোপন করা হয়। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অর্থায়নে এ সব গাছ লাগানো হচ্ছে।
ফাউন্ডেশন সূত্র জানায়, গত দুই দিনে লোহাগড়া সরকারি আদর্শ মাহবিদ্যালয়, লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সিডি উচ্চবিদ্যালয়, জয়পুর ঈদগাহ, মাকড়াইল ঈদগাহ ও লোহাগড়া কবরস্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়। এসব বৃক্ষের মধ্যে রয়েছে পাতাবাহার, কামিনী, সাইক্রাস, ক্রিসমাসট্রি, ঝাউগাছ, গোলাপ, জবা, রজ্ঞনসহ নানা প্রজাতির বৃক্ষ রোপন করার সময় উপস্থিত ছিলেন ক্রিকেটর মাশরাফির পিতা গোলাম মুর্তজা স্বপন, ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়জুল হক রোম, পরিবেশ উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী হাফিজুর রহমান, পরিবেশ উন্নয়ন কমিটি লোহাগড়া শাখার আহ্বায়ক রেজাউল করিম ও যুগ্ম আহ্বায়ক কাজী আবুল হাসান, সৌন্দর্য্যবর্ধন কমিটির উপদেষ্টা আবু সাইদ ও অব্দুস সবুর, এ কমিটির আহ্বায়ক মো. আসাদুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক ইকতিয়ার রহমান, সদস্য উত্তম সাহা ও জনি, ক্রীড়া কমিটির যুগ্ম আহ্বায়ক আরমান চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here