প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন যবিপ্রবির চার শিক্ষার্থী

0
340

বিশেষ প্রতিনিধি : কৃতিত্বপূর্ণ ফলাফল করায় বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রদত্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ পেলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) চার জন শিক্ষার্থী। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাঁদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অলিউর রহমান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী শাম্মি আক্তার, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নাজিয়া নওসাদ লিনা এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম। ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম প্রমুখ বক্তৃতা দেন। উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের উপাচার্যবৃন্দ। ২০১৭ সালের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রথম স্থান অধিকারী ১৬৩ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ পেয়েছেন। উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here