যশোর অঞ্চলে গত দুই অর্থবছরে পাট চাষে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যার্থ

0
585

এম আর রকি : যশোর অঞ্চলে পাট চাষে পরপর দু’বছরে ও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। গেল অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩০ হাজার ৬শ’ ৫০ হেক্টর। অর্জিত হয়েছে ১৮ হাজার ২শ’ ৬৫ হেক্টর। বছর বছর এর উৎপাদন কমে যাওয়ার ফলে পাট চাষে নিরুৎসাহীত হচ্ছে কৃষকেরা
আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অফিস সূত্রে জানাগেছে, গেল অর্থ বছরে যশোর জেলায় তোষা পাট চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩০ হাজার ৬শ’ ৫০ হেক্টর। তবে অর্জিত হয়েছে ১৮ হাজার ২৬৫ হেক্টর। এর মধ্যে যশোর জেলার সদর উপজেলায় অর্জিত হয়েছে ১ হাজার ২শ’ ৬০ হেক্টর,শার্শা উপজেলায় ১ হাজার ৮শ’ ৫০ হেক্টর,ঝিকরগাছা উপজেলায় ৪ হাজার হেক্টর,চৌগাছা উপজেলায় ৯শ’ ২০ হেক্টর, অভয়নগর উপজেলায় ৩১ হেক্টর, বাঘারপাড়া উপজেলায় ১ হাজার ৪শ’ ৫ হেক্টর,মণিরামপুর উপজেলায় ৪ হাজার ৫শ’ ও কেশবপুর উপজেলায় তোষা পাট চাষে ৪ হাজার ৩শ’ হেক্টর জমিতে অর্জিত হয়েছে। কৃষি অফিস সূত্রে আরো জানাগেছে, বিগত অর্থ বছরে লক্ষ্যমাত্রা একই ধরা হলেও অর্জিত হয়েছে ২৪ হাজার ৪শ’ ৪০ হেক্টর। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১ হাজার ৬শ’ হেক্টর,শার্শায় ৪ হাজার ৮শ’ ৯০ হেক্টর,ঝিকরগাছা উপজেলায় ৩ হাজার ৮শ’ ৫০ হেক্টর,চৌগাছা উপজেলায় ১ হাজার ৮শ’ ৫০ হেক্টর,অভয়নগর উপজেলায় মাত্র ৩০ হেক্টর, বাঘারপাড়া উপজেলায় ৩ হাজার ৬৫ হেক্টর, মণিরামপুর উপজেলায় ৪ হাজার ৫শ’ ২৫ হেক্টর ও কেশবপুর উপজেলায় ৪ হাজার ৬শ’ ৩০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরে কর্মরত উপ-সহকারী কৃষি অফিসার শরিফুল ইসলাম ও সুভাষ চন্দ্র সরকার জানান, অত্র অঞ্চলে তোষাপাট ও দেশী পাটের চাষ হয়। সাধারণ বাংলা মাসের চৈত্র এ পাটের বীজ বপন করে শ্রাবণ মাসে কাটা হয়। বৈশাখ মাসে বপন করে ভাদ্র মাসে কর্তন করা হয়। পাট চাষে প্রতি হেক্টর জমিতে ২.৫ মেট্টিকটন পাটের বীজ বপন করা হয়। তারা আরো জানান,তোষা পাট মূলত ও-৯৮৯৭,ও-৭২ ও বিএডিসি-১ কর্তৃক (জে আর ও -৫২৪) বীজ বপন করা হয় অত্র অঞ্চলে। সূত্রগুলো আরোজানান, এ বছর পাটের চাষে তেমন একটা লাভ হবে না। সময়মত বৃষ্টি না হওয়ায় ও সময়ের পূর্বে অতিবৃষ্টি হওয়ায় জমি পাট চাষে ক্ষমতা হারিয়েছে। যে সময় বৃষ্টি হওয়ার কথা পাট বড় হওয়ার সময় বৃষ্টি হওয়ার কথা। অথচ বৃষ্টি না হওয়ায় পাটের ফলন কমে যাবে। পাটের ফলন আশানুরুপ না হওয়ায় কৃষকেরা পাট উৎপাদনে নিরুৎসাহীত হচ্ছে। তারাছাড়া,পাটের বাজার নিয়েও প্রতিবছর কৃষকেরা শংকিতর মধ্যে পড়ে। খোঁজ নিয়ে জানাগেছে, যশোর অঞ্চলের বিভিন্ন উপজেলা এলাকার কিছুকিছু জমিতে পাট কাটা শুরু হয়েছে। আগামী ভাদ্র মাসের মধ্যে সকল পাট কাটা হবে। তার পর পানিতে জাগ দিয়ে পাটের আশ ছাড়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here