প্রাইভেটকার বোঝাই বিদেশী মদ ও বিয়ারসহ দু’জন মাদকদ্রব্য বিভাগের হাতে গ্রেফতার

0
287

বিশেষ প্রতিনিধি : বিদেশী মদ বিয়ার ভর্তি প্রাইভেটকারসহ দু’জনকে গ্রেফতার করেছে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে,টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলার আগ এলাসিন গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে অলি আহমেদ ও একই এলাকার মৃত নুরু মিয়ার ছেলে শান্ত (৩৪)।
মাদকদ্রব্য জেলা কার্যালয়ের ক সার্কেলের উপ-সহকারী পরিদর্শক লিয়াকত আলী জানান,উপ পরিচালক বাহাউদ্দিনের নেতৃত্বে পরিদর্শক হেলাল উদ্দিন ভূঁইয়াসহ একটি বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহরের জেল রোডস্থ কুইন্স হাসপাতালের সামনে শহরগামী (ঢাকা মেট্টো গ ১২-৬৮৪৮) সাদা রংয়ের প্রাইভেট কার থামায়। এ সময় প্রাইভেট কারের সামনে বেসরকারি টেলিভিন একাত্তর টেলিভিশনের স্টিকার ছিল। প্রাইভেট কারটি থামানোর সাথে সাথে প্রাইভেট কারের মধ্যে থাকা অলি আহমেদ ও শান্তকে গ্রেফতার করে। পরে প্রাইভেট কারের মধ্যে বেলজিয়াম,স্কটল্যান্ড ও সিঙ্গাপুরের ১শ’ ২০ বোতল মদ ও ৬শ’ পিস বিয়ারের ক্যান উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের ব্যাপারে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। উদ্ধারকৃত মাদক ও বিয়ারের মূল্য ৯লাখ টাকা বলে মাদকদ্রব্য বিভাগের কর্মকর্তা উল্লেখ করেছেন। জব্দ তালিকায় প্রাইভেট কার ও বিদেশীমদ ও বিয়ার উল্লেখ করা হবে বলে পরিদর্শক জানিয়েছেন। গ্রেফতারকৃতরা স্বীকার করেন ইতিপূর্বে এ ধরনের চালান তারা নিয়ে যশোর এসেছে।