ফের জাপান সাগরে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার

0
347

নিজস্ব প্রতিবেদক: ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। মার্কিন সেনাবাহিনী জানাচ্ছে, শনিবার সকালে দেশটির গ্যাংওন প্রদেশ থেকে জাপান সাগরে স্বল্পপাল্লার তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদন থেকে জানা গেছে, উত্তর কোরিয়ার এই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিবিসি আরো জানাচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো জাপান সাগরের ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সামরিক ঘাঁটি গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে আসলেও, পিয়ংইয়ংয়ের সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা গুয়ামের জন্য হুমকি নয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডার ডেভ বেনহ্যাম বলেন, প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্রটি উড়ন্ত অবস্থায়ই ব্যর্থ হয়েছে। দ্বিতীয়টি নিক্ষেপের অল্প সময় পরই ভূপতিত হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার স্থানীয় সময় ৬টা ৪৯ মিনিটে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তারা আরো জানায়, কোরীয় উপদ্বীপ অঞ্চলে উত্তর কোরিয়া কি করে সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। বিবিসি ও সিএনএন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here