ফেসবুকে মাথাকাটার গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে যুবক গ্রেফতার

0
371

নিজস্ব প্রতিবেদক
পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথাকাটার গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগে নড়াইলে নাজমুল হোসেন বাবুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।
বাবু নড়াইল শহরের মহিষখোলার মোহর আলী সরদারের ছেলে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বাবুকে নড়াইল কারাগারের সামনে থেকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় বাবুসহ অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, নাজমুল হোসেন বাবু তার ফেসবুক ও ম্যাসেঞ্জার থেকে পদ্মা সেতু নির্মাণে এক লক্ষের অধিক মানুষের মাথা প্রয়োজন বলে অপপ্রচার চালিয়েছে। গ্রেফতারকৃত বাবু এ মামলার পলাতক আসামি কাজী হাসানুজ্জামান মিন্টুসহ আরো ৩৫ থেকে ৪০ জনের সাথে পদ্মাসেতু নির্মাণের ব্যাপারে অপপ্রচারমূলক তথ্য আদান-প্রদান করেছে। এ মামলায় অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here