বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে-রনজিৎ রায় এমপি

0
811

বাঘারপাড়ার (যশোর) প্রতিনিধি :যশোর আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেন শিক্ষিত জাতি কখনো মাথা নত করতে জানেনা । যে জাতি যত শিক্ষিত সে জাতি ততো উন্নত। আজকের শিশু আগামির ভবিষৎ। সোমবার বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড ইউনাইটেড কলেজের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এদিন সকাল সাড়ে ১১ টায় বাঘারপাড়ার ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড ইউনাইটেড কলেজের সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার তলা নতুন ভবনের উদ্বোধন উত্তর এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য এ্যাড.নজরুল ইসলাম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল আউয়াল, ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড ইউনাইটেড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সালেহা বেগম,যশোর জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন বাবলু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান, স্থানীয় সমাজসেবক কনক সুর,স্থানীয় আওয়ামীলীগ ও সাবেক শ্রমীক নেতা শ্রীভূষণ ঘোষ,মোশারফ হোসেন,মহম্মদ আলী,ইব্রাহিম মোল্যা,লুৎফর মোল্যা,ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,মাদ্রাসা সুপার শহিদুল ইসলাম,স্থানীয় বিএনপি নেতা সেলিম হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় যুবলীগ নেতা প্রভাষক টিপু সুলতান ও মিজানুর রহমান। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক সুবীর কুমার বিশ্বাস।
এদিকে একই দিন বিকাল ৫ টায় বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক ও অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম এবিএম ফারুক আহমেদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম,কৃষকলীগ নেতা যশোরের এপিপি এ্যাড.ইদ্রিস আলী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন,দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বিশ্বাস,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ছরোয়ার,পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন,ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা ঈমান আলী মিনা,ধলগ্রাম বীর প্রতীক ইসহাক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ,প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও মাহফুজুর রহমান,মাস্টার হরিদাস সরকার,পলাশ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার চিত্ত রঞ্জন বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here