বর্তমানে সুস্থ আছি তবে চিকিৎসক ছয় সপ্তাহ সাবধানে থাকতে বলেছেন:প্রধানমন্ত্রী

0
363

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের সাধারণ পরিষদের যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার নয়টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এক সংবর্ধনা ‍অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রোহিঙ্গা ইস্যু, পদ্মাসেতু ও নিজের চিকিৎসার বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি।

সফর চলাকালে ওয়াশিংটনের একটি হাসপাতালে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত আটটায় শেখ হাসিনার গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়। সে বিষয়ে তিনি বলেছেন, বর্তমানে সুস্থ আছি। তবে চিকিৎসক ছয় সপ্তাহ সাবধানে থাকতে বলেছেন। আর পুরো সুস্থ হতে ছয় মাস সময় লাগবে।’

চলমান রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। বাংলাদেশের পদক্ষেপের কারণেই মিয়ানমারে রোহিঙ্গা সঙ্কট এখন বিশ্বাবাসীর মনোযোগের কেন্দ্র।’

পদ্মাসেতু দৃশ্যমান হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘পদ্মাসেতু নিজেদের অর্থায়নে করার ঘোষণার পর সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here