রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করছে, তা সত্যিই বড় অবদান: ইইউ-ভারত

0
364

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করছে, তা সত্যিই বড় অবদান বলে জানালো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারত। একটি যৌথ ঘোষণায় নয়া দিল্লি ও ইইউ বলেছে, চলমান রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করতে বলেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয়ান কমিশন প্রেসিডেন্ট জিন-ক্লড জাঙ্কার যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন।
অতি দ্রুত যেকোনো রকম সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তারা উল্লেখ করেন, যেন রাখাইনে স্বাভাবিক দিন ফিরে আসে। সহিংসতার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দায় রয়েছে। সংকট মোকাবেলায় মিয়ানমার যেন বাংলাদেশের সঙ্গে কাজ করে। এছাড়া আনান কমিশনের প্রতিবেদনও বাস্তবায়নে জোর দেন তারা।

মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্যে মতে, রাখাইন রাজ্যে ৪০০’র বেশি রোহিঙ্গা গ্রামের মধ্যে অর্ধেকের বেশি জ্বালিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধ মগরা। রাখাইন থেকে মুসলিম বিতাড়নের উদ্দেশ্যে তারা এ কাজ করেছে। তবে এখনও জ্বালাও-পোড়াও থামছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here