বর্ষার রূপ

0
597

টুপটাপ ঝমঝম,
টিনের চালে হরদম
সারা দিন পড়ছে
ভিজে কাক কা কা,
গাছের ডালে ডাকছে।
ডানপিটে ছেলেগুলো
বৃষ্টিতে ভিজছে,
তাই দেখে দাদু ভাই
লাঠি নিয়ে ছুটছে।
পথে ঘাটে খোলা মাঠে
পানিতে থৈথৈ
মাছ ধরার আনন্দে
সারা পাড়া হৈচৈ।
বারান্দায় বসে সবাই
গল্পতে মাতছে
মুড়ি নাড়ু খেয়ে তাই
শিশুরা নাচছে।
কৃষকের কাজ নেই
অলসতা পাচ্ছে
সারাদিন ঘরে তাই
শুয়ে বসে থাকছে।
গৃহিণীর ঘুম নাই
নকশীকাঁথা গাঁথছে
রং সুতা নিয়ে তারা
কত স্বপ্ন আঁকছে।

রচয়িতাঃ শাহাবুদ্দীন