বাংলাদেশকে সম্মানের চোখে দেখছেন ভারত অধিনায়ক

0
426

ক্রীড়া প্রতিবেদক : দুজন একেবারেই আলাদা। বিরাট কোহলি বরাবরই নৃশংস ক্রিকেটের কথা বলেন সেখানে একেবারে ‘ডিফেনসিভ’ মাইন্ডসেট রোহিত শর্মার।দক্ষিণ আফ্রিকায় সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট খেলে এসে, শ্রীলঙ্কা-বাংলাদেশক সমীহ করছে ভারত! অবাক লাগলেও এটাই সত্যি।

ত্রিদেশীয় সিরিজ আগে কলম্বোতে রোহিত শর্মা বললেন, ‘আমরা ফেভারিট নই। টি-টোয়েন্টি বরাবরই অনিশ্চয়তার খেলা। দুই প্রতিপক্ষই (বাংলাদেশ-শ্রীলঙ্কা) বেশ কঠিন, আমরা ভাল ক্রিকেট খেলব।’ যদিও শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে যাচ্ছেতাই ক্রিকেট খেলেছে বাংলাদেশ।

উল্লেখ্য, ধোনি, কোহলিকে ছাড়াই কলম্বোতে উড়ে গেছে ভারতীয় দল। আর স্বাভাবিকভাবেই রোহিতের কাঁধেই রয়েছে তরুণ দলটির দায়িত্ব। সহ-অধিনায়ক শিখর ধাওয়ান। দীনেশ কার্তিক দলে থাকলেও উইকেটের পিছনে নির্বাচকরা সুযোগ দিয়েছেন ঋষভ পন্থকেও। সুযোগ পেতে পারেন মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দরের মত তরুণ তুর্কিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here