বাংলাদেশিদের ‘উইপোকা’ বললেন বিজেপির সভাপতি অমিত শাহ

0
380

অনলাইন ডেস্ক

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, ‘বাংলাদেশি অভিবাসীরা ‘উইপোকা’, শিগগিরই ভোটার তালিকা থেকে এদের বাদ দেয়া হবে’

শনিবার রাজস্থানে এক নির্বাচন-পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আসামে নাগরিকপঞ্জি প্রকাশের কৃতিত্ব ক্ষমতাসীন বিজেপির। এর মাধ্যমে ৪০ লাখ অবৈধ অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেকটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে।’

কংগ্রেসের সমালোচনা করে অমিত শাহ বলেন, কংগ্রেস দেশকে সহায়তা করতে পারবে না। কারণ তাদের নেতাও নেই নীতিও নেই।

এর আগে একাধিকবার ভারতে লাখ লাখ ‘বাংলাদেশি অভিবাসী’ আছে বলে দাবি করেছেন অমিত শাহ। বলেছেন, তাদের প্রত্যেককে ফেরত পাঠানো হবে।

চলতি বছরের ৩০ জুলাই আসামের রাজধানী গৌহাটি থেকে চূড়ান্ত খসড়া নাগরিক নিবন্ধন তালিকা বা নাগরিকপঞ্জি প্রকাশ করা হয়। এতে নিবন্ধনের জন্য আবেদন করা ৩ কোটি ২৯ লাখ মানুষের মধ্যে ২ কোটি ৮৯ লাখকে চূড়ান্ত তালিকায় স্থান দেয়া হয়। তালিকা থেকে বাদ পড়েন আসামের ৪০ লাখ ৭ হাজার ৭০৮ জন মানুষ। এদের বেশিরভাগই বাংলাভাষী মুসলমান বলে মনে করা হচ্ছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here