বাংলাদেশে করোনার টিকা উৎপাদনের প্রস্তাব ভারতের

0
184

অনলাইন ডেস্ক : ভারতে করোনার (কোভিড-১৯) প্রকোপ ভয়াবহ হওয়ায় এখনই অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা টিকা বাংলাদেশকে দিতে পারছে না দেশটি। তবে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের প্রস্তাব দিয়েছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এ সংক্রান্ত একটি নোট ভারবাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। নোট ভারবালে এ প্রস্তাব দেওয়া হয়। এতে ভারত বায়োটেক উদ্ভাবিত কোভ্যাক্সিনের যৌথ উৎপাদনে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়।

ভারতে এখন কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এ টিকার ৭৮ শতাংশ কার্যকর বলে জানিয়েছে ভারত বায়োটেক।
ভারত থেকে তিন কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা টিকা আনার চুক্তি করেছিল বাংলাদেশ। তবে এখন পর্যন্ত টিকা এসেছে ৭০ লাখ। এর বাইরে ভারত উপহার হিসেবে দিয়েছে ৩৩ লাখ টিকা।

সূত্র: বাংলা নিউজ