৩ টুকরো অবস্থায় ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের সন্ধান, সবার মৃত্যু

0
219

অনলাইন ডেস্ক : অবশেষে খোঁজ মিলল ইন্দোনেশিয়ার নিখোঁজ সেই সাবমেরিনটির। তবে নাবিকদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তিন দিন পরে উদ্ধার হল ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাবমেরিনটি। তবে মিলল এর ধ্বংসাবশেষ।

বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে নিখোঁজ বমেরিনটি তিনটি খণ্ডে টুকরো হয়ে যাওয়া অবস্থায় সমুদ্রের তলায় পাওয়া গেছে। এছাড়া সাবমেরিনটিতে যে ৫৩ জন ক্রু ছিলেন তাদের সবাই নিশ্চিতভাবে মারা গেছেন।

সিঙ্গাপুরের কাছ থেকে ধার নেওয়া একটি উদ্ধারকারী জাহাজ জানিয়েছে, সাবমেরিনটি সমুদ্রের ৮৫০ মিটার গভীরে নিমজ্জিত অবস্থায় রয়েছে। সচল অবস্থায় এত গভীরে যাওয়ার সক্ষমতা এই সাবমেরিনের নেই।
উল্লেখ্য, এর আগে, শনিবারই ইন্দোনেশিয়ার সাবমেরিনটিতে মজুত অক্সিজেনের ফুরিয়ে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। নাবিকদের প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকার মতো অক্সিজেন মজুত ছিলো সাবমেরিনটিতে।