বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি প্রশিক্ষন প্রাপ্ত ঘোড়া উপহার দিল ভারত

0
221

আশানুর রহমান আশা বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে।

বুধবার দুপুরে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা নো-ম্যান্স ল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

ঘোড়া উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষ্যে যশোর সেনানিবাসের কর্ণেল এডমিন বিএ-৫৪২৬ কর্ণেল মাজাহার আল কবির খোকন, লে কর্ণেল আশরাফুল আলম, মেজর প্রদীপ এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষে ছিলেন Brig Gen Manmeet Singh Sabarwal, Defence Adviser of India HC, কর্ণেল (COL) RK CHHAJED, আইসি নং ৬৮৬২৭ লে.কর্ণেল রাকেশ সিং সহ উভয় দেশের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। ঘোড়া উপহারের মধ্য দিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক্য আরো জেরদার হবে বলে মনে করছেন সংশিষ্টরা।

ঘোড়া হস্তান্তরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এসব ঘোড়া বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকযোগে দুপুরে ঢাকা সাভারের উদ্দেশে নেওয়া হয়।