বাঘারপাড়ায় সড়ক দূঘটনায় নিহত এক আহত ২৫

0
576

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার যশোর-নড়াইল সড়কের করিমপুর স্কুলের সামনে একটি যাত্রী বাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক ও আহত ২৫জন। যশোরের বাঘারপাড়া করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বেলা ১১টার সময় এ দূর্ঘটনা ঘটে। চলন্ত বাসের সামনের একটি চাকা পামছার হয়ে সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে বাসটি একবারেই দুমড়ে মুচড়ে যায়। এসময় বাসের হেলপার রাজু হোসেন(৩০) মারাত্মক ভাবে আহত হলে যশোর ২৫০শয্যা হাসপাতালে যাওয়ার পথে নিহত হয় বলে জানাযায়। আহত হয়েছে আরো ২৫/২৬জন যাত্রী। আহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। খবর পেয়ে বাঘারপাড়া থানা , নড়াইল সদর থানা ও হাইয়ে ফাড়ি ও ফারয়ার সার্ভিজের কর্মিরা ঘটনাস্থানে এসে স্থানীয়দের সগযোগীতায় আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ও নড়াইল সদর হাসপাতালে পাঠান। এঘটনায় কিছু সময়ের জন্য জনগনের ভিড়ে যশোর -নড়াইল সড়কটির যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলেও পরে প্রশাসনের সুব্যবস্থায় আবারো সাভাবিক হয়ে যায়। যশোর থেকে ছেড়ে ( নারানগঞ্জ জ-০৪-০০৪৮ ) বাসটি প্রায় ৫০/৬০ জন যাত্রী নিয়ে নড়াইল যাচ্ছিল। সকাল সাড়ে ১১টার দিকে করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামেন পৌছালে বাসের সামনে বাম পাশের চাকা বাস্ট হয়ে যায়। এসময় গাড়ির চালক নিন্ত্রন হারিয়ে ফেলে। ফলে বাসটি পাসেই একটি মেহগনি গাছের সাথে ধক্কা খেয়ে দুমরে মুচড়ে যায় এসময় বাসটির সামনের এ্যকসেলটি ভেঙ্গে পড়লে বাসটি পালিটি খেয়ে পড়ে যায়। এতে গাড়ির হেলপার রাজু হোসেন যশোর নিয়ে যাওয়ার পথে মারা যায়। খবর পেয়ে বাঘারপাড়া থানা, হাইয়ে ফাঁড়ি ও নাড়ইলের তুলোরামপুর ফাড়ির ইনচার্জ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এবং আহতদের মধ্যে আটজনকে উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে ও বাকিদের নড়াইল জেনারেল হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে বাঘার পাড়া থানার এএসআই নিয়ামুল ইসলাম বলেন বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি ।এরিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘনায় কবলিত বাসটি পুলিশ হেবাজতে ছিলো। নড়াইল জেলার তুলোরামপুর ফাড়ির দীন মোহাম্মাদ বলেন ,দূর্ঘটনার পরে এখানে জনগনের কিছুটা ভিড় হয় । আমরা পরিস্থিতি সামাল দিয়েছি। যানবাহন চলাচল বন্ধ হতে দেয়নি এব্যপারে স্থানীয়রাও আমাদের সাথে আনেক কষ্টকরেছেন যে কারনে এখন যানচলাচল সাভাবিক আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here