বাড়িতে কোরআন রাখলেই কড়া শাস্তির নির্দেশ চীনা সরকারের

0
379
ম্যাগপাই নিউজ ডেক্স : ফের নাগরিকদের ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করল চীনা সরকার। এবার দেশটির দক্ষিণ-পশ্চিম প্রান্তের এশিয়া ম্যানর লাগোয়া শিনজিয়ান প্রদেশের বাসিন্দাদের কোরআন ও অন্যান্য যাবতীয় ইসলামি দ্রব্য জমা দিতে নির্দেশ দিল প্রশাসন।
এছাড়া তল্লাশিতে কারও বাড়িতে ইসলামি কোনও পণ্য পাওয়া গেলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে চীনা সরকার।চীনের দক্ষিণ-পশ্চিম প্রান্তের ওই এলাকায় কাজ়াখ, উইঘুর, কিরঘিজের মতো সংখ্যালঘু উপজাতির বাস। ইসলাম ধর্মাবলম্বী ওই জনজাতির প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কোরআনসহ অন্যান্য ধর্মীয় জিনিসপত্র। রেডিও ফ্রি এশিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে চীনা প্রশাসনের তরফে ওই এলাকার বাসিন্দাদের স্পষ্ট জানানো হয়েছে, চাঁদ-তারা আঁকা সমস্ত পণ্য তাদের প্রশাসনের হাতে তুলে দিতে হবে। জমা দিতে হবে নামাজ পড়ার মাদুরও(জায়নমাজ)।

তবে এবারই প্রথম নয়, এর আগেও চীনা সরকারের এমন নির্দেশের মুখে পড়তে হয়েছে শিনজিয়ান প্রদেশের বাসিন্দাদের। চলতি বছর এপ্রিলে এক নির্দেশিকা জারি করে চীনা সরকারের তরফে শিশুদের ইসলামি নাম রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here