বিএফইউজের ত্রি-বার্ষিক নির্বাচন যশোরে ৪টি পদের বিপরিতে ৭ টি মনোনয়ন জমা

0
527

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ত্রিবাষিক নির্বাচনে চারটি পদের বিপরীতে যশোরে ৭টি মনোনয়ন জমা পড়েছে।
যশোরের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অসীম বোস জানান, সহ-সভাপতির ১টি পদে মনোতোষ বসু, যুগ্ম-মহাসচিবের ১টি পদে সাকিরুল কবির রিটন ও আব্দুল ওহাব মুকুল এবং যশোর জেলার জন্য নির্ধারিত ২টি সদস্য পদের বিপরিতে জাহিদুল কবির মিল্টন, গোপীনাথ দাস, নূর ইমাম বাবুল ও ইমরান হাসান টুটুল মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দেয়ার সময় যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার ছিল সারা দেশে মনোনয়ন জমাদানের শেষ দিন। এদিনে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দেন।
আগামি ৯ মে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে । ১০ মে প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি দাখিল। আপত্তি সম্পর্কে শুনানি ১২ মে। প্রার্থী প্রত্যাহার ১৩ মে। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ মে। এর আগে ৫ ও ৬ মে মনোনয়ন পত্র বিতরন করা হয়। আগামী ৬ জুলাই সারা দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here