বিজিবি’র হাতে বেনাপোল সীমান্ত বৈদেশিক মুদ্রাসহ পাঁচ বাংলাদেশি নাগরিক গ্রেফতার

0
377

বিশেষ প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (ডিজিবি)’র সদস্যরা যশোরের বেনাপোল সীমান্ত অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রাসহ পাসপোর্টধারী পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। আটককৃতরা হচ্ছে, নজরুল ইসলাম,জুয়েল খান,শহিদুর রহমান.শাহিদা বেগম ও ইয়াছমিন আক্তার । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় রুপি,আমেরিকান ও কানাডীয় ডলারসহ কয়েকটি মোবাইল ফোন। গ্রেফতারকৃতদের মধ্যে ৩জন পুরুষ ও দুইজন নারী রয়েছে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে বেনাপোল আইসিপি টহল কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব তালুকদারের নেতৃত্বে টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরে অভিযান চালায়। এ সময় পাঁচজন পাসপোর্ট যাত্রীকে সন্দেহ হলে ক্যাম্পে নিয়ে যায়। এরপর তাদের দেহ তল্লাসী করে নগদ ৩৫ লাখ ২০ হাজার, ৫শ’ ৮০ ভারতীয় রুপি, ২ শ’ ইউএস ডলার ও ২০ হাজার ৭শ’ কানাডিয়ান ডলার পাওয়া যায়। শুক্রবার দুপুরে ওই পাঁচজন বাংলাদেশি ভারত থেকে বাংলাদেশে আসে। । আটক বৈদেশিক মুদ্রা বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here