রাজগঞ্জে বানিজ্যিক ভাবে চাষ হচ্ছে রসুন

0
414

উত্তম চক্তবর্তী : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাপা ইউনিয়নের খালিয়া গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে বানিজ্যিক ভাবে চাষ হচ্ছে রসুন৷ গত কয়েক বছর রসুনের ফলন ভাল হওয়ায়, এবছর রসুন চাষের আবাদ করা হয়েছে প্রায় ৩৫ হেক্টর জমিতে৷
জানা গেছে, উপজেলার রাজগঞ্জের খালিয়া গ্রামসহ পার্শবর্তী চন্ডিপুর, হানুয়ার, হেলাঞ্চী গ্রামে বানিজ্যিক ভাবে রসুনের চাষ হচ্ছে৷
রোপনকৃত রসুন গাছের বয়স ইতিমধ্যে প্রায় তিন মাস পার হয়েছে৷ আগামী ফাল্গুন মাসের মাঝা মাঝি সময়ে এ রসুন উঠতে পারে বলে জানান পরিচর্যার কিজে নিয়জিত কয়েক জন শ্রমিক৷ এখন চাষিরা শুধু ক্ষেত পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে৷ বিস্তৃীর্ণ মাঠে শুধু সবুজের ফসলের সমারহ৷ বির্স্তীর্ণ মাঠজুড়ে শুধু সবুজ আর সবুজ৷ ফলে চাষিদের মন খুশিতে ভরপুর৷
উপজেলার ঝাঁপা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ সরকারের দেওয়া তথ্য ও সরেজমিন ঘুরে দেখা গেছে, মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের খালিয়া, চন্ডিপুর, হানুয়ার, হেলাঞ্চী গ্রামে বানিজ্যিক ভাবে রসুনের চাষ হচ্ছে৷ এবছর ঝাঁপা ইউনিয়নে রসুন চাষের আবাদ করা হয়েছে প্রায় ৩৫ হেক্টর জমিতে৷
খালিয়া গ্রামের রসুন চাষি আবু কালাম মিস্ত্রী ও সিরাজুল ইসলাম জানান, আমরা এক সময় কয়েকজন মিলে এই গ্রামে (খালিয়া) অল্প কিছু জমিতে রসুন চাষ শুরু করি৷ আমাদের দেখে আস্তে আস্তে এর বিস্তৃর্ণ ঘটে এবং এগিয়ে আসে গ্রামের অনেক কৃষক৷ আমাদের সাথে তারাও এখন রসুন চাষে আগ্রহী হয়ে উঠেছে৷ বর্তমানে এ গ্রামে রসুন চাষ হচ্ছে বানিজ্যিক ভাবে৷ তিনি বলেন, রসুন চাষে বিঘা প্রতি খরচ হয় প্রায় ২০ হাজার টাকা এবং আবহাওয়া অনুকুলে থাকলে বিক্রি হতে পারে ৩০ থেকে ৩৫ হাজার টাকা৷
এদিকে কৃষক হাবিবুর রহমান, জহির উদ্দিন, ছিদ্দিকুর রমহান,বিশ্বজিত কুমার বলেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে আমরা গত কয়েক বছর ধরে রসুনের চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছি৷ আবহাওয়া অনুকুলে থাকলে এবছর ভাল ফলন পাবো বলে আমরা আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here