বৃষ্টিতে ভেসে গেলে বা ম্যাচ টাই হলে কী হবে ফাইনালের?

0
333

অনলাইন ডেস্ক : শুক্রবার শ্বাসরুদ্ধকর এক ম্যাচে লঙ্কানদের ছিটকে দিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠে বাংলাদেশ৷ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তবে আজকের ফাইনালে মাঠে নামার আগে দু’দলের জন্য আরও একটি প্রতিপক্ষ হাজির হতে পারে। আর সেই প্রতিপক্ষের নাম ‘বৃষ্টি’।

রবিবার সকালে শ্রীলঙ্কার আবহাওয়া অধিদফতর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। ম্যাচ যদিও বাংলাদেশ সময় সন্ধ্যায় (৭.৩০ মিনিটে) শুরু হবে, সেহেতু ভারী বা মাঝারি বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত স্থায়ী না হলে খেলা সময়মতই শুরু হবে বলে আশা করা যেতে পারে।

তবে বৃষ্টির সম্ভাবনা দেখা দেওয়ায় ভারত-বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের মনে উঁকি দিয়েছে অন্য এক প্রশ্ন। বৃষ্টিতে যদি ফাইনাল ম্যাচ না হয়, তবে ফাইনালের মিমাংসা কী হবে? এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, কোনো রিজার্ভ ডে নেই। বৃষ্টিতে ভেসে গেলে কিংবা ম্যাচ টাই হলে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here