“বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে ৪টি স্বর্নের বারসহ এক ভারতীয় পাসপোর্টযাত্রী আটক “

0
413

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে ৪টি স্বর্নের বার সহ ইসমাইল শেখ (৩১) নামে এক ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুর ২টায় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী গ্রীণ লাইন পরিবহনের (ঢাকামেট্টো-ব ১৪-১১৬৯) যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ থেকে ওই স্বর্ন উদ্ধার করা হয়।

আটক ইসমাইল শেখ ভারতের চেন্নাইয়ের পুরাতন ওয়াসার পেনপেট থানার ১৪৫/৬৬ সাজ্জামুন্নুসামী এলাকার সেলিম শেখের ছেলে।

স্বর্নের বার ভারতে পাচার হলেও এবার ভারত থেকে পাচার হয়ে আসে বাংলাদেশে। বাংলাদেশ থেকে এ স্বর্ন ইন্দোনেশিয়ায় পাচারের কথা ছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, চেকপোষ্টে নিয়মিত তল্লাশিকালে আমড়াখালী চেকপোষ্টের পোষ্ট কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান এর নেতৃত্বে বিজিবি সদস্যরা গ্রীণ লাইন পরিবহনের যাত্রী ইসমাইলের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ৪ টি স্বর্নের বার পাওয়া যায়। যার ওজন ২কেজি ১৫৬ গ্রাম এবং এর মূল্য প্রায় ৯৩ লাখ টাকা।

স্বর্নের বারসহ আটক ভারতীয় নাগরিককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

আটক ইসমাইল হোসেন জানান, নিয়মিত ভারতের চেন্নাইয়ের সিপি জুয়েলার্স থেকে স্বর্ন নিয়ে বাংলাদেশের ঢাকা বিমান বন্দর পর্যন্ত স্বর্ন গুলি পৌছানো আমার কাজ। ওখান থেকে বিমানে ইন্দোনেশিয়ায় যায় এই স্বর্নের চালান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here