মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরাতে চায় বিসিবি

0
312

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যর্থতার পর আসন্ন শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে ফেরানোর জন্য চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘ত্রিদেশীয় সিরিজের জন্য আমরা মাশরাফিকে ফেরার জন্য অনুরোধ করবো। তবে সবকিছুই তার মতামতের ওপর নির্ভর করছে।’

শ্রীলঙ্কা নিজেদের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘নিদাহাস’ ট্রফি নামে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে। যা আগামী ৮ মার্চ শ্রীলঙ্কায় শুরু হবে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়াও অংশ নেবে ভারত। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।

এর আগে গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতেই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মাশরাফি। যেখানে ম্যাচের আগে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাট থেকে নিজেকে অবসরের ঘোষণা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here