“বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে এক লাখ ইউএস ডলারসহ দুই পাচারকারী আটক”

0
442

আরিফুজ্জামান আরিফ : বেনাপোল সীমান্তে পাচারের সময় ৮০ লাখ টাকা মূল্যের এক লাখ ইউএস ডলারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের রঘুনাথপুর থেকে বিজিবি সদস্যরা বৈদেশিক মুদ্রার এই চালানটি আটক করে।

আটকরা হলেন, বেনাপোলের রঘুনাথপুর গ্রামের মুসা মল্লিকের ছেলে মাওলা বক্স (৩০) ও সর্বাঙ্গহুদা গ্রামের ছবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে পাচারকারীরা এপারে প্রবেশ করলে সর্বাঙ্গহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে দুই পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ লাখ ইউএস ডলার পাওয়া যায়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিওপিতে কর্মরত হাবিলদার মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জব্দকৃত ডলারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here