“বেনা‌পোল সীমা‌ন্তে ২৪ পিস স্ব‌র্ণেরবার উদ্ধার”

0
607

‌বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি : বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৪ পিস (২কেজি ৭৪০গ্রাম ওজনের) স্বর্নেরবার উদ্ধার ক‌রে‌ছে বি‌জি‌বি সদস্যরা।

বৃহস্প‌তিবার রা‌তে এ স্ব‌র্ণের চালান‌টি উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন খবর আসে, বেনাপোল সীমান্তের ভারত বাংলাদেশ মেইন পিলার ২৩ হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘিবা জোড়া ব্রীজ এর নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় এই স্বর্নের চালানটি উদ্ধার করা হয় ।

তিনি বলেন, ‘স্বর্ণের একটি বড় চালান নিয়ে পাচারকারীরা বেনাপোলের ঘিবা সীমান্তে অবস্থান করছেন’ গোপন এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল সীমান্তে অবস্থান নেয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে সীমান্তের ভারতের অংশে ঢুকে পড়ে ।
পরে ওখান থেকে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করলে সেখানে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায় । যার ওজন প্রায় ২কেজি ৭৪০ গ্রাম। বাজার মূল্য প্রায় ১কোটি ১৭লাখ ৮২হাজার টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা ।

উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here