বেনাপোলের সীমান্তে কোরবানির চামড়া ভারতে পাচার প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার”

0
355

নিজস্ব প্রতিবেদক :বেনাপোল-পুটখালী সীমান্ত পথে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার হওয়া প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।
পাশাপাশি পুলিশেরও থাকছে বাড়তি নিরাপত্তা।মঙ্গলবার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ও পোর্টথানা পুলিশ কর্মকর্তারা। ২১ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, বেনাপোলের পুটখালী সীমান্ত ও এর অধীনস্থ এলাকা দিয়ে যেন কোরবানির পশুর চামড়া ভারতে পাচার হতে না পারে।সেজন্য সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় থাকবে।এদিকে চামড়া পাচার প্রতিরোধে ঈদের দিন থেকে পুলিশের আলাদা ডিউটি থাকবে বলে জানিয়েছেন বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম।জানা যায়, প্রতিবছর যশোরের ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী এলাকা দিয়ে চামড়া পাচারের আশঙ্কা থাকে। এর আগে পাচারের সময় পুটখালী সীমান্তে বিজিবির হাতে বেশকিছু চামড়ার চালান আটকও হয়েছে। তবে এ বছর এ সীমান্তে ক্রাইম ফ্রি জোন উদ্বোধন ও বিজিবি-বিএসএফের যৌথ টহলে চোরাচালান অনেকাংশে কমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here