“বেনাপোলে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় আরও ১১ বাংলাদেশি নারী-পুরুষ আটক”

0
361

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় আরও ১১ বাংলাদেশিকে নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার  সন্ধ্যা ৬ টার দিকে ভারত সীমান্ত ঘেঁষা গ্রামের বেনাপোল-দৌলতপুর সড়ক থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন-যশোরের হৃদয় বিশ্বাসের ছেলে উত্তম বিশ্বাস (৩০), নড়াইলের উত্তম বিশ্বাসের স্ত্রী সুমিতা বিশ্বাস (২৫), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম (২০), মন্টু মিয়ার ছেলে রুবেল (২৫), মানিকগঞ্জের নরেশ দাসের ছেলে গনেশ দাস (৫৫), কক্সবাজারের হরিস চন্দ্র নাথের ছেলে সুব্রত দেবনাথ (৩৭), কুমিল্লার সুনীল সরকারের ছেলে রনজিত সরকার (৩৭), বাগেরহাটের অনন্ত কুন্ডুর ছেলে অজয় কুন্ডু (৬৩), ফজলুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৩৪), তার ছেলে সাজ্জাত হোসেন (১৮) ও  নারায়ণগঞ্জ বন্দর এলাকার সবুর মোল্লার ছেলে সজিব ইসলাম মোল্লা (৩৭)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালিয়ে তাদের ১১ জনকে আটক করে।  তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের  নায়েক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে  জানান, আটকদের বিরুদ্ধে ১৯৭১ সালের পাসপোর্ট আইনের মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ রোববার (০৮ অক্টোবর) আটকদের দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।

এর আগে দুপুরে ভারতে যাওয়ার সময় ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তিন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here