বেনাপোলে ইমিগ্রেশনের মধ্যে হৃদরোগে আক্রান্ত পাসপোর্ট যাত্রীর মৃত্যু

0
421

রাশেদুজামান (রাসেল)বেনাপোলঃযশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রশন ভবনের বারান্দায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বেনাপোল ইমিগ্রশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাশার জানান, ওই যাত্রী শ্যামলী পরিবহনে বেনাপোলে এসে ইমিগ্রেশন ভবনে লাইনে দাড়ান পাসপোর্টে সিল করতে। কিছুক্ষণ পর হঠাৎ তিনি ইমিগ্রেশনের বারান্দায় পড়ে যান। তাকে অজ্ঞান অবস্থায় পুলিশ সদস্যদের সহায়তায় শ্যামলী কর্তৃপক্ষ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শ্যামলী পরিবহনের বেনাপোল কাউন্টারের ম্যানেজার গিয়াস উদ্দীন যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পাসপোর্ট দেখার পর তার পরিচয় জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here