“বেনাপোলে থাইল্যান্ডের বাথ ও ভারতীয় রুপিসহ পাচারকারী আটক”

0
335

আরিফুজ্জামান আরিফ : বেনাপোলে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ১ লাখ ৩০ হাজার থাইল্যান্ডের বাথ ও ৮ হাজার ৯শ ৯০ ভারতীয় রুপিসহ কামাল হাওলাদার (৪১) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাতে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কামাল হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার হাজরা গাতি গ্রামের আমির আলী হাওলাদারের ছেলে। তার পাসপোর্ট নম্বর বিপি-০০০২২২২

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানা যায়, একজন মুদ্রা পাচারকারী বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন বেনাপোল চেকপোষ্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয় । প‌রে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে বাংলাদেশী টাকায় তিন লাখ চুয়াল্লিশ হাজার চারশত তেষট্রি টাকার সমপরিমাণ থাইল্যান্ডের বাথ ও ভারতীয় রুপি পাওয়া যায়।

উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রাসহ আটক কামালকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here