উত্তপ্ত ইরান-যুক্তরাষ্ট্র, রুহানির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত ট্রাম্প

0
325

ম্যাগপাই নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আপোসমূলক মনোভাব প্রকাশ পেল। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে যেকোনো কোনো সময় সাক্ষাতের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ ব্যাপারে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি যে কারো সাথেই সাক্ষাৎ করতে রাজি। আমি বৈঠকে বিশ্বাস করি।’ তবে কোনো শর্ত দিয়ে এই সাক্ষাৎ হবে না বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। গত মে মাসে মিত্র দেশ যুক্তরাজ্য, ফ্রান্সসহ জার্মানি, রাশিয়া, চীনের আপত্তি সত্ত্বেও ইরানের পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসে যুক্তরাষ্ট্র। ইরানের শাসকদের ওপর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি স্বরূপ দেশটির ওপর ফের অবরোধ আরোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। কয়েক দিনের মধ্যেই তা কার্যকর হওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here