গেইলকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের টি-টোয়েন্টি দল ঘোষণা

0
328

ক্রীড়া ডেস্ক : বর্তমান ক্রিকেট বিশ্বে যেকোনো বোলারের জন্যই ‘আতঙ্কে’র নাম ক্রিস গেইল। বাইশ গজের ক্রিজে ব্যাট হাতে গেইল মানেই তাণ্ডব। তবে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিধ্বংসী এই ব্যাটসম্যানকে বিশ্রামে রেখেই ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দলে থাকছেন দু’দলের শেষ দু’টি ওয়ানডেতে ইনজুরির কারণে খেলতে না পারা আন্দ্রে রাসেল।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি’তে ক্যারিবীয় দলে ফিরেছেন চাদউইক ওয়ালটন ও শেলডন কোটরেল। এর আগে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১৪২ রান করেছিলেন গেইল। আর সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬৬ বলে ৭৩ রান। তবে দল ১৮ রানে হারলে টাইগারদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ পরাজয় হয়।

সেইন্ট কিটসে ৩১ জুলাই (বাংলাদেশ সময় ১ আগস্ট ভোর সাড়ে ৬টা) প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, শেলডন কোটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চাদউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here