বেনাপোলে পাঁচটি ল্যাগেজসহ পরিবহনের এক কলারম্যানকে আটকে রেখে ৭০ হাজার টাকায় মুক্তি দেওয়ার খবর ফাঁস

0
328

বিশেষ প্রতিনিধি : রাজস্ব আদায়ের অন্যতম স্থল বন্দর বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমানের বিরুদ্ধে পাঁচটি ল্যাগেজসহ পরিবহনের শ্রকিকে থানা হাজতে আটকে রেখে নগদ ৭০ হাজার টাকার বিনিময়ে মুক্তি দেওয়ার খবর পাওয়া গেছে। বেনাপোল পোর্ট থানায় বর্তমানে কর্মরত এসআই ও এএসআইদের মধ্যে কতিপয়গন এই কাজের প্রতিবেশী ঝুঁকে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বেনাপোল সীমান্ত এলাকার পরিবহন শ্রমিকেরা অভিযোগ করেন। বুধবার ১৫ আগষ্ট সকাল আনুমানিক সাড়ে ১০ টায় বেনাপোল পোর্ট থানায় কর্মরত সেকেন্ড অফিসার এসআই শরীফ হোসেন ও কনস্টেবল মাসুম বিল্লাহ বেনাপোলস্থ শ্যামলী পরিবহন কাউন্টার থেকে কলার ম্যান শার্শা উপজেলার বড় আঁচড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মনিরুল ইসলাম বাপ্পীকে গ্রেফতার করে। পরে তাকে কাউন্টারের মধ্যে থাকা ৫টি ল্যাগেজ যাতে কসমেটিক্স ছিল । সে গুলি থানায় নিয়ে রাখে। মনিরুল ইসলাম বাপ্পীকে থানা হাজতে রেখে উক্ত এসআই চালান দেন দরবার। এক পর্যায় রাত আনুমানিক ১০ টায় বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমানের মধ্যস্থতায় ৭০ হাজার টাকার বিনিময়ে মনিরুল ইসলামকে ছেড়ে দেয়। শরীফ হাবিবুর রহমান ছাড়াও,ওই থানায় কর্মরত যারা রয়েছেন,তাদের মধ্যে কতিপয় কয়েকজন প্রতিদিন লাখ টাকা উপার্জনের টার্গেট নিয়ে থানার অর্ন্তগত বিভিন্ন স্থানে অবস্থান নিচ্ছে। সোর্সের দেওয়া তথ্য মতে যাকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছে। আবার অনেক মাদক বিক্রেতাদের গ্রেফতার করে থানায় না নিয়ে বিভিন্ন স্পটে রেখে মোটা অংকের উৎকোচের চুক্তিতে মুক্তি দিচ্ছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় কর্মরত অফিসার ইনচার্জ অনেক কিছুই জানেন না। শরীফ হাবিবুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি অস্বীকার করেন তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে। অপর একটি সূত্র বলেছে,শরীফ হাবিবুর রহমান র্দীঘ প্রায় এক যুবক যাবত বেনাপোল ও শার্শা থানা এলাকার ক্যাম্পে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই অবিলম্বে শরীফ হাবিবুর রহমানসহ যারা একই স্থানে র্দীঘদিন চাকুরী করে যাচ্ছেন তাদেরকে প্রত্যাহার পূর্বক পুলিশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষর হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here