বেনাপোলে সন্ত্রাসী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

0
1141

ষ্টাফ রিপোর্টার,যশোরের বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ড কাগজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই মোঃ রাসেল হোসেন(২৭) নামের এক ব্যাবসায়ী গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্টথানা পুলিশের সদস্যরা সাদীপুর গ্রামের বেলতলা মোড় হতে অস্ত্র সহ খুনী আমজাদ হোসেন (২৩) গ্রেফতার হয়েছেন। নিহত রাসেল কাগজপুকুর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র ও পেশায় (কসমেটিক্স) ব্যাবসায়ী। ঘটনার বর্ননায় এলাকাবাসী সহ পৌর এলাকার গাজীপুর গ্রামের বাসিন্দা নিহতের শশুর আব্দুর রাজ্জাক জানান, সন্ত্রাসী ও নেশা গ্রস্থ আমজাদ দীর্ঘদীন যাবৎ এলাকায় অপকর্ম করে একাধিক বার জেল হাজতে যায়।ফিরে এসে প্রাইয় আমার জামাই রাসেলের কাছে অবৈধ্য টাকা দাবী করে আসছিলো ,বুধবার সকাল ৮টায় সে বাড়ি গোলযোগ সৃষ্টি করলে তার আপন চাচা মিন্টু মিমাংসার চেষ্ঠা করেন।এক পর্যায়ে সে তার চাচার মাথায় পিস্তল ঠেকায় ও পরে তার আপন বড় ভাইয়ের শয়ন কক্ষে ছুটে গিয়ে গলায় পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা রাসেল কে দ্রুত উদ্ধার করে ভ্যান যোগে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার রোকনুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন পালিয়ে যাওয়ার সময় আমজাদ কে ইন্ডিয়ান পিস্তল ও গুলি সহ আটক করা হয়েছে। রাসেল হত্যা কান্ডে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাথে অবৈধ্য অস্ত্র রাখা ঘটনায় আইন শৃক্ষলার অবনতিতে এলাকাবাসী উদ্বিগ্ন। স্থানীয়রা জানান বেনাপোল পৌর এলাকায় অনেকে অবৈধ্য অস্ত্র দেখিয়ে প্রকাশ্যে হুমকি-ধামকী দিলেও প্রশাসন আমলে না নেওয়ায় এলাকায় অবৈধ্য আগ্নেয়াস্ত্র রাখার প্রবনতা বেড়েছে তার জেরেই এ হত্যাকান্ড।অবৈধ্য অস্ত্র উদ্ধারে দ্রুত প্রশাসনিক অভিযান চেয়েছেন গ্রামবাসী। রাসেলের শ্বশুরালয়ের দাবী ছোট ভাই আমজাদের হাতে বড় ভাই রাসেল এর আগেও একাধিকবার লাঞ্চিত হয়েছে যার অভিযোগ বেনাপোল পোর্ট থানায় জানানো সহ প্রতিবেশীরা অবগত আছে।তার মায়ের ইন্ধনে সন্ত্রাসী আমজাদ অপকর্ম করেও ছাড় পায় যার ফসল হিসাবে আজ রাসেল খুন হলো।ভুক্তভোগী পরিবার রাসেল হত্যা কান্ডের সুষ্ঠু বিচার দাবী করেছেন।উল্লেখ্য সন্ত্রাসী আমজাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সংবাদ লেখা কালীন সময়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমাডামে পাঠানোর পক্রিয়া চলছিল।