বেনাপোলে ৯ লাখ হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

0
453

আশানুর রহমান আশা-বেনাপোল : বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৯ লাখ হুন্ডির টাকাসহ আব্দুর রাজ্জাক (৩৭) নামে একজন হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

সোমবার (০৯ জুলাই) দুপুর আড়াইটার টার সময় বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোষ্ট এলাকা থেকে রাজ্জাককে আটক করা হয়। আটক রাজ্জাক পুটখালী গ্রামের উত্তর পাড়ার মৃত আশানুর রহমান এর ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি পুটখালী সীমান্ত থেকে একজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে বেনাপোলের দিকে নিয়ে যাবে । এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালীর মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্ট এলাকা দিয়ে মোটরসাইকেলে করে পার হয়ে যাওয়ার সময় রাজ্জাককে আটক করা হয়। পরে পুটখালী কোম্পানী সদরে নিয়ে তার শরীর তল্লাশি করে বাংলাদেশী ৯ লাখ টাকা পাওয়া যায়। এ সময় রাজ্জাককে মানি লন্ডারিং আইনে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী কোম্পানী সদরের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান ৯ লাখ টাকাসহ রাজ্জাক নামে একজন হুন্ডি পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন । আটক রাজ্জাককে উদ্ধারকৃত টাকা ও মোটরসাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here